Monday, August 29, 2011

স্মার্টফোন যখন দূর নিয়ন্ত্রক যন্ত্র

প্রথম আলোঃ 
ইচ্ছে করলেই আপনি আপনার হাতের আইফোন, গ্যালাক্সি ইত্যাদি স্মার্টফোনকে পরিণত করতে পারেন টেলিভিশন কিংবা শীতাতপ যন্ত্রের দূর নিয়ন্ত্রকে। এমনকি সেই দূর নিয়ন্ত্রক দিয়ে আপনি বাড়ির বাইরে থেকেই টেলিভিশন, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ কিংবা চালু করতে পারবেন। শুধু তা-ই নয়, আপনি এখন সেই স্মার্টফোনকে গাড়ি লক করা বা লক খোলার যন্ত্র হিসেবেও ব্যবহার করতে পারেন। হোম অ্যাপ্লায়েন্স অটোমেশনের জন্য বিখ্যাত প্রতিষ্ঠান ক্রেস্ট্রন। এই ক্রেস্ট্রনের মাধ্যমে যেকোনো শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, টেলিভিশন, ডিভিডি এমনকি দরজা-জানালাকেও হাতের স্মার্টফোন দিয়ে দূর নিয়ন্ত্রণের আওতায় আনা যায়। এর মাধ্যমে ক্রেস্ট্রন সেই টেলিভিশন, ডিভিডি প্লেয়ার ও অন্যান্য জিনিসে সেন্সর লাগানো হয়। সেই সেন্সরটি সংযুক্ত থাকে আপনার হাতের আইফোনের অপারেটিং সিস্টেমের সঙ্গে। তখন বোতাম টিপে খুব সহজেই সেই আইফোনটিকে দূর নিয়ন্ত্রক যন্ত্রে পরিণত করা যায়। আইফোনের পাশাপাশি গ্যালাক্সি কিংবা অ্যান্ড্রয়েড-সংবলিত বিভিন্ন স্মার্টফোনেও ক্রেস্ট্রনের সেই সেন্সরটি কাজ করবে।

No comments:

Post a Comment