প্রথম আলোঃ ২৫-০৮-২০১১
দেশের বাজারে এসেছে ইন্সপেরিয়া নামের নতুন একটি ট্যাবলেট কম্পিউটার। যুক্তরাষ্ট্রের ওয়েব টেক ও বাংলাদেশের ইন্সপেরিয়া যৌথভাবে এটি দেশের বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। আর এই ট্যাবলেটের সঙ্গে থাকছে দুই প্রতিষ্ঠানের নিজেদের তৈরি করা সফটওয়্যারের সমন্বয়।
ইন্সপেরিয়ার প্রধান নির্বাহী আর এম এ রশিদ সানজিদ বলেন, এই ট্যাবলেট চলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে। এতে রয়েছে
সাত ইঞ্চি এলসিডি পর্দা, ৮০০ মেগাহার্টজ প্রসেসর, ৫১২ র্যাম ও ৪গিগাবাইট হার্ডডিস্ক। এতে ওয়াইফাই নেটওয়ার্কও আছে।
ওয়েব টেকের প্রধান নির্বাহী মিয়ানদাদ খান জানান, এই ট্যাবলেট কম্পিউটারটিতে মূলত আমাদের তৈরি চারটি সফটওয়্যার দেওয়া থাকবে। এর মধ্যে পকেট অফিস সফটওয়্যারের সাহায্যে একই প্রতিষ্ঠানের সহকর্মীদের সঙ্গে ফাইল আদান-প্রদান করা, সামাজিক যোগাযোগ করা যাবে। এই সফটওয়্যার দিয়ে অফিসের কম্পিউটারকে দূর থেকে নিয়ন্ত্রণ করা যাবে। পকেট ইউনিভার্সিটি নামের সফটওয়্যার দিয়ে ই-বুক পড়া যাবে। শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করা ছাড়াও ভার্চুয়াল ক্লাস করা যাবে। অপর একটি সফটওয়্যার দিয়ে হোটেলের টেবিলে বসেই খাবারের অর্ডার দেওয়া বা টাকা পরিশোধ করা যাবে। ই-ট্যাবলেটের সঙ্গে যুক্ত বাংলা নিউজ সেন্টারের মাধ্যমে ঘরে বসেই বিভিন্ন বাংলা পত্রিকা পড়া যাবে। যাঁরা এই ট্যাবলেটটি কিনবেন, তাঁরা এই সফটওয়্যারগুলো বিনা মূল্যে পাবেন। এর দাম ১৫ হাজার টাকায়।
দেশের বাজারে এসেছে ইন্সপেরিয়া নামের নতুন একটি ট্যাবলেট কম্পিউটার। যুক্তরাষ্ট্রের ওয়েব টেক ও বাংলাদেশের ইন্সপেরিয়া যৌথভাবে এটি দেশের বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। আর এই ট্যাবলেটের সঙ্গে থাকছে দুই প্রতিষ্ঠানের নিজেদের তৈরি করা সফটওয়্যারের সমন্বয়।
ইন্সপেরিয়ার প্রধান নির্বাহী আর এম এ রশিদ সানজিদ বলেন, এই ট্যাবলেট চলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে। এতে রয়েছে
সাত ইঞ্চি এলসিডি পর্দা, ৮০০ মেগাহার্টজ প্রসেসর, ৫১২ র্যাম ও ৪গিগাবাইট হার্ডডিস্ক। এতে ওয়াইফাই নেটওয়ার্কও আছে।
ওয়েব টেকের প্রধান নির্বাহী মিয়ানদাদ খান জানান, এই ট্যাবলেট কম্পিউটারটিতে মূলত আমাদের তৈরি চারটি সফটওয়্যার দেওয়া থাকবে। এর মধ্যে পকেট অফিস সফটওয়্যারের সাহায্যে একই প্রতিষ্ঠানের সহকর্মীদের সঙ্গে ফাইল আদান-প্রদান করা, সামাজিক যোগাযোগ করা যাবে। এই সফটওয়্যার দিয়ে অফিসের কম্পিউটারকে দূর থেকে নিয়ন্ত্রণ করা যাবে। পকেট ইউনিভার্সিটি নামের সফটওয়্যার দিয়ে ই-বুক পড়া যাবে। শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করা ছাড়াও ভার্চুয়াল ক্লাস করা যাবে। অপর একটি সফটওয়্যার দিয়ে হোটেলের টেবিলে বসেই খাবারের অর্ডার দেওয়া বা টাকা পরিশোধ করা যাবে। ই-ট্যাবলেটের সঙ্গে যুক্ত বাংলা নিউজ সেন্টারের মাধ্যমে ঘরে বসেই বিভিন্ন বাংলা পত্রিকা পড়া যাবে। যাঁরা এই ট্যাবলেটটি কিনবেন, তাঁরা এই সফটওয়্যারগুলো বিনা মূল্যে পাবেন। এর দাম ১৫ হাজার টাকায়।
No comments:
Post a Comment