Friday, March 2, 2012

উইন্ডোজ ৮ বেটা সংস্করণ উন্মুক্ত

আনুষ্ঠানিকভাবে উইন্ডোজ ৮-এর পরীক্ষামূলক সংস্করণ বা বেটা সংস্করণটি উন্মুক্ত করল মাইক্রোসফট। উইন্ডোজ ৭ বাজারে ছাড়ার তিন বছর পর ২৯ ফেব্রুয়ারি বুধবার বাজারে ছাড়া হয়েছে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের কনজ্যুমার প্রিভিউ।
ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ ও ট্যাবলেট প্ল্যাটফর্মের জন্য তৈরি এ অপারেটিং সিস্টেমটি স্বল্প ক্ষমতার বা কম শক্তিতে চলে এমন মাইক্রোপ্রসেসর উপযোগী। স্পেনের বার্সেলোনায় চলমান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ২৯ ফেব্রুয়ারি বুধবার উইন্ডোজ ৮ বাজারে আনার ঘোষণা দিয়েছেন উইন্ডোজ নির্বাহী কর্মকর্তা স্টিভেন সিনোফস্কি।

এআরএম প্রসেসর উপযোগী উইন্ডোজ ৮-এ যুক্ত হয়েছে নতুন ইউজার ইন্টারফেস, টাচ বা স্পর্শ প্রযুক্তি, স্কাইড্রাইভ, অ্যাপস্টোরসহ বেশকিছু নতুন ফিচার। অবশ্য এ সিস্টেমে মাইক্রোসফটের পুরোনো অ্যাপ্লিকেশনগুলোও চলবে। পাশাপাশি উইন্ডোজ ৮ অ্যান্ড্রয়েড ও অ্যাপলের জন্য তৈরি অ্যাপ্লিকেশনগুলোও সমর্থন করবে। এতে আরও থাকছে টাচ কিবোর্ড। দ্রুতগতিতে টাইপ করার সুবিধার্থে উইন্ডোজ ৮-এ যুক্ত হয়েছে একাধিক ফিচার। উইন্ডোজ ৮-এ যুক্ত হয়েছে ক্লাউড পদ্ধতিও। ক্লাউড পদ্ধতিটির নাম দেয়া হয়েছে স্কাইড্রাইভ।
মাইক্রোসফটের দীর্ঘদিনের ব্যবহূত উইন্ডোজের লোগোতে পরিবর্তন এসেছে উইন্ডোজ ৮-এর ডিসপ্লেতে। এ ছাড়া মেট্রো নামের নতুন একটি ইন্টারফেসও যুক্ত হয়েছে। মেট্রো হচ্ছে- উইন্ডোজ ৭-এ থাকা টাইলসভিত্তিক ইন্টারফেসের মত। এতে প্রথাগত অ্যাপ্লিকেশন মেন্যুর পরিবর্তে হোমস্ক্রিন থেকে অ্যাপ্লিকেশন চালানো যায়।
২০১১ সালের ১৩ সেপ্টেম্বর বিল্ড ডেভেলপার্স কনফারেন্সে উইন্ডোজ ৮ বিষয়ে তথ্য দিয়েছিলেন স্টিভেন সিনোফস্কি। সে অনুষ্ঠানে ফেব্রুয়ারিতে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের বেটা সংস্করণ বাজারে ছাড়ার তথ্য জানিয়েছিলেন তিনি।
উইন্ডোজ ৮ কনজ্যুমার প্রিভিউ-এর বেটা সংস্করণ বিনা মূল্যেই ডাউনলোড করা যাচ্ছে নিচের লিংক থেকেhttp://www.forumswindows8.com/windows-8-download/

৫০০ বিলিয়ন ডলার ছাড়াল অ্যাপলের মূলধন

অ্যাপলের বাজার মূলধন প্রথমবারের মতো ৫০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। এক খবরে বিবিসি এ তথ্য জানিয়েছে। এর ফলে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানিতে পরিণত হলো অ্যাপল। এর আগে পুঁজিবাজারে কেবল পাঁচটি মার্কিন কোম্পানির বাজার মূলধন পাঁচ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল। কোম্পানিগুলো হলো এক্সন, মাইক্রোসফট, সিসকো সিস্টেমস, ইনটেল ও জেনারেল ইলেকট্রিক।
অ্যাপলের আইপ্যাড ও আইফোনের জনপ্রিয়তার কারণে অ্যাপল পণ্যের বিক্রি ও মুনাফা বেড়ে গেছে। আর তাই প্রতিষ্ঠানটির বাজার মূলধনও বেড়েছে। বাজার বিশ্লেষকেরা ভবিষ্যদ্বাণী করেছেন যে চলতি বছর অ্যাপল ৪০ বিলিয়ন ডলারেরও বেশি মুনাফা করবে। অথচ ১৯৯৭ সালে সম্ভাব্য দেউলিয়া প্রতিষ্ঠানের তালিকায় ছিল অ্যাপল। এ সময় অ্যাপলের প্রতিটি শেয়ার মূল্য ছিল ৩.১৯ ডলার। চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি বুধবার নাসদাক শেয়ারবাজারে অ্যাপলের শেয়ারের মূল্য ছিল ৫৪২.৪৪ ডলার।
প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, অ্যাপল মার্চ মাসে নতুন সংস্করণের আইপ্যাডের ঘোষণা দিতে পারে। এ সংস্করণটি বাজারে এলে অ্যাপলের জনপ্রিয়তা আরও বাড়তে পারে।