Friday, March 2, 2012

৫০০ বিলিয়ন ডলার ছাড়াল অ্যাপলের মূলধন

অ্যাপলের বাজার মূলধন প্রথমবারের মতো ৫০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। এক খবরে বিবিসি এ তথ্য জানিয়েছে। এর ফলে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানিতে পরিণত হলো অ্যাপল। এর আগে পুঁজিবাজারে কেবল পাঁচটি মার্কিন কোম্পানির বাজার মূলধন পাঁচ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল। কোম্পানিগুলো হলো এক্সন, মাইক্রোসফট, সিসকো সিস্টেমস, ইনটেল ও জেনারেল ইলেকট্রিক।
অ্যাপলের আইপ্যাড ও আইফোনের জনপ্রিয়তার কারণে অ্যাপল পণ্যের বিক্রি ও মুনাফা বেড়ে গেছে। আর তাই প্রতিষ্ঠানটির বাজার মূলধনও বেড়েছে। বাজার বিশ্লেষকেরা ভবিষ্যদ্বাণী করেছেন যে চলতি বছর অ্যাপল ৪০ বিলিয়ন ডলারেরও বেশি মুনাফা করবে। অথচ ১৯৯৭ সালে সম্ভাব্য দেউলিয়া প্রতিষ্ঠানের তালিকায় ছিল অ্যাপল। এ সময় অ্যাপলের প্রতিটি শেয়ার মূল্য ছিল ৩.১৯ ডলার। চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি বুধবার নাসদাক শেয়ারবাজারে অ্যাপলের শেয়ারের মূল্য ছিল ৫৪২.৪৪ ডলার।
প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, অ্যাপল মার্চ মাসে নতুন সংস্করণের আইপ্যাডের ঘোষণা দিতে পারে। এ সংস্করণটি বাজারে এলে অ্যাপলের জনপ্রিয়তা আরও বাড়তে পারে।

No comments:

Post a Comment