Sunday, August 28, 2011

স্যামসাংয়ের বিরুদ্ধে অ্যাপলের আংশিক জয়

প্রথম আলোঃ
প্যাটেন্ট আইন লঙ্ঘনের অভিযোগে নেদারল্যান্ডের আদালতে স্যামস্যাংয়ের বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় জয় পেয়েছে অ্যাপল। স্যামস্যাংয়ের গ্যালাক্সি ট্যাব, হুবহু আইপ্যাডের অনুকরণ করে বানানো হয়েছিল অভিযোগ করে ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশের আদালতে এই মামলা দায়ের করেছিল অ্যাপল ইনকরপোরেশন। ফলে আগামী ১৩ অক্টোবর থেকে নেদারল্যান্ডসহ ইউরোপের বেশ কয়েকটি দেশে গ্যালাক্সি ট্যাবসহ তিনটি মডেলের ফোন বিক্রি করতে পারবে না স্যামস্যাং। অন্যদিকে জার্মানির আদালতে দায়ের করা এ সংক্রান্ত আরেকটি মামলার শুনানির তারিখ পিছিয়ে আগামী ৯ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। এ বছরের মার্চ মাস থেকে এই পেটেন্টবিষয়ক দ্বন্দ্বে জড়িয়ে পড়ে প্রযুক্তি খাতের শীর্ষ দুই প্রতিষ্ঠান অ্যাপল ও স্যামসাং। সে সময় অ্যাপল অভিযোগ করেছিল, ‘স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাব দেখতে অনেকটাই আইপ্যাডের মতো। এ ছাড়া তাদের হার্ডওয়্যারের আকৃতি, ব্যবহারের সুবিধা এমনকি প্যাকেজিংয়ের পদ্ধতিও অ্যাপলের মতো।’ তবে অ্যাপলের সব অভিযোগের সঙ্গে একমত হতে পারেননি নেদারল্যান্ডের আদালত। তাঁরা তাঁদের রায়ে জানিয়েছেন, স্যামস্যাংয়ের গ্যালাক্সি এস, গ্যালাক্সি এস২ ও এইস মডেলের স্মার্টফোনগুলো অ্যাপলের একটি প্যাটেন্ট লঙ্ঘন করেছে। তবে অ্যাপলের করা অন্য দুটি প্যাটেন্ট তাঁরা লঙ্ঘন করেননি। এ ছাড়া অ্যাপলকে হুবহু নকল করেও প্রতিষ্ঠানটি কোনো পণ্য তৈরি করেনি বলেও মত দিয়েছেন আদালত। এই রায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে স্যামস্যাং।

No comments:

Post a Comment