ট্যাবলেট পিসির বাজারে এ মুহূর্তে অ্যাপলের নতুন মাথাব্যথা অ্যামাজনের কিন্ডল ফায়ার। সাত ইঞ্চি স্ক্রিন-সমৃদ্ধ ১৯৯ ডলারের এই ট্যাবটির বিক্রি শুরু হবে আগামী ১৫ নভেম্বর থেকে। তবে বাজারে কিন্ডলের প্রভাব সংকুচিত করে দেওয়ার লক্ষ্যে অ্যাপল অচিরেই সাত ইঞ্চি স্ক্রিনের একটি ট্যাবলেট পিসি বাজারে নিয়ে আসার পরিকল্পনা করছে। খবর সি-নেটের।
এটি হবে অ্যাপলের বিখ্যাত ট্যাবলেট ব্র্যান্ড আইপ্যাডেরই আরও একটি কমদামি সংস্করণ। তবে এর দামও হবে ২০০ ডলার। আইপ্যাড মিনি নাম দিয়ে বাজারে আসার অপেক্ষায় থাকা এই নতুন ট্যাবলেট পিসিটি কিন্ডলকে চ্যালেঞ্জর মুখে ফেলবে বলেই মনে করা হচ্ছে। কারণ, প্রযুক্তিপণ্যের ব্র্যান্ড নাম হিসেবে অ্যাপলের তুলনায় অ্যামাজন অনেকটাই পিছিয়ে আছে।
উল্লেখ্য, গত বছরের অক্টোবরে অ্যাপলের প্রয়াত প্রধান নির্বাহী স্টিভ জবস বলেছিলেন, একটি ট্যাবলেট পিসির সব ধরনের সুবিধা পরিপূর্ণভাবে উপভোগ করার জন্য কমপক্ষে ১০ ইঞ্চির স্ক্রিনের প্রয়োজন হয়। অ্যাপলের সাত ইঞ্চি স্ক্রিন সমৃদ্ধ কোনো ট্যাব বাজারে ছাড়ার পরিকল্পনা নেই বলেই তিনি জানিয়েছিলেন।
এটি হবে অ্যাপলের বিখ্যাত ট্যাবলেট ব্র্যান্ড আইপ্যাডেরই আরও একটি কমদামি সংস্করণ। তবে এর দামও হবে ২০০ ডলার। আইপ্যাড মিনি নাম দিয়ে বাজারে আসার অপেক্ষায় থাকা এই নতুন ট্যাবলেট পিসিটি কিন্ডলকে চ্যালেঞ্জর মুখে ফেলবে বলেই মনে করা হচ্ছে। কারণ, প্রযুক্তিপণ্যের ব্র্যান্ড নাম হিসেবে অ্যাপলের তুলনায় অ্যামাজন অনেকটাই পিছিয়ে আছে।
উল্লেখ্য, গত বছরের অক্টোবরে অ্যাপলের প্রয়াত প্রধান নির্বাহী স্টিভ জবস বলেছিলেন, একটি ট্যাবলেট পিসির সব ধরনের সুবিধা পরিপূর্ণভাবে উপভোগ করার জন্য কমপক্ষে ১০ ইঞ্চির স্ক্রিনের প্রয়োজন হয়। অ্যাপলের সাত ইঞ্চি স্ক্রিন সমৃদ্ধ কোনো ট্যাব বাজারে ছাড়ার পরিকল্পনা নেই বলেই তিনি জানিয়েছিলেন।
No comments:
Post a Comment