Friday, October 14, 2011

অ্যাপল আনল ‘আইক্লাউড’

৫ অক্টোবর পৃথিবী ছেড়ে চলে গেছেন প্রযুক্তির দিকপাল স্টিভ জবস। সহপ্রতিষ্ঠার মৃত্যুর পর এই প্রথমবারের মতো কোনো সেবা অবমুক্ত করল অ্যাপল। নতুন এ সেবার নাম আইক্লাউড। 
এই আইক্লাউড সেবার মাধ্যমে আইফোন দিয়ে তোলা বা নেওয়া যেকোনো ছবি বা ভিডিও, গান বা কোনো ফাইল স্বয়ংক্রিয়ভাবে একই গ্রাহকের আইপ্যাড, আইপড, অ্যাপল টিভি সেট আপবক্স বা আইটিউন সেবা সংযুক্ত যেকোনো ব্যক্তিগত কম্পিউটারে জমা হয়ে যাবে।
এ নতুন সেবা গুগলের অ্যান্ড্রয়েড বা অন্য যেকোনো মোবাইল ডিভাইসের সঙ্গে অ্যাপলের প্রতিদ্বন্দ্বিতায় নতুন একমাত্রা যোগ করল। বিশ্লেষকেরা মনে করছেন, এ সেবার মাধ্যমে বরং প্রতিদ্বন্দ্বিতায় অ্যাপল কিছুটা সুবিধাজনক জায়গাতেও পৌঁছে গেল। কারণ, আইক্লাউড চালু হওয়ার পর বিশেষ কোনো অ্যাপ্লিকেশনের জন্য এখন থেকে আইফোনের কোনো গ্রাহক অ্যাপল পণ্যের বাইরে যাওয়ার উত্সাহ পাবেন না।
এর পাশাপাশি অন্য একটি সুবিধাও রয়েছে। আইফোনে ছবি তুলে কোনো গ্রাহক আগে সেই ছবি নিজের ব্যক্তিগত কম্পিউটার বা ট্যাবে নিতে সময় ব্যয় করতেন। আইক্লাউড চালু হলে গ্রাহককে সেই ঝক্কি পোহাতে হবে। এ ছাড়া যিনি একটি আইফোনের মালিক, তিনি এ সুবিধা গ্রহণের জন্য অ্যাপলের অন্য পণ্যগুলো কিনতেও আগের চেয়ে বেশি তাগিদ অনুভব করবেন।
আরসিএম ক্যাপিটাল ম্যানেজমেন্ট নামের একটি প্রতিষ্ঠানের গবেষণা অনুযায়ী আইক্লাউড চালু হলে অ্যাপলের বাজার অংশীদারত্ব বাড়বে কমপক্ষে ৫০০ বিলিয়ন ডলার। ব্লুমবার্গ।

No comments:

Post a Comment