Friday, October 14, 2011

অস্ট্রেলিয়ায় গ্যালাক্সি ট্যাব বিক্রি বন্ধ

অস্ট্রেলিয়ায় স্যামসাং ইলেকট্রনিকসের ট্যাবলেট পিসি গ্যালাক্সি ট্যাবের নতুন সংস্করণ ১০.১-এর বিক্রি বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন সে দেশের একটি আদালত। গত এপ্রিল মাস থেকে ট্যাবলেট পিসির ব্যবহূত প্রযুক্তি নিয়ে অ্যাপল ও স্যামসাংয়ের মধ্যে যে আইনি লড়াই চলে আসছে, অস্ট্রেলিয়ায় গ্যালাক্সি ট্যাবের বিক্রি বন্ধ করে দেওয়ার আদেশ সেটিরই সর্বশেষ পরিণতি। 
স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাব ১০.১-এ যে টাচস্ক্রিন প্রযুক্তি ব্যবহূত হয়েছে, সেটি নিয়ে অ্যাপল ইনকরপোরেশন আপত্তি তোলায় এ আইনি লড়াই শুরু হয়। অ্যাপল দাবি করেছে, গ্যালাক্সি ট্যাবের এ সংস্করণে অ্যাপলের মালিকানাধীন টাচস্ক্রিন প্রযুক্তির একটি পেটেন্ট লঙ্ঘিত হয়েছে। এ নিয়ে ডিনির ফেডারেল আদালতে একটি মামলা করে অ্যাপল।
স্যামসাং অস্ট্রেলিয়ায় গ্যালাক্সি ট্যাব বিক্রি বন্ধ করে দেওয়ার নির্দেশের বিরুদ্ধে আপিল করবে কি না, সে ব্যাপারে এখনো নিশ্চিত হতে পারছে না। কারণ, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এ-সংক্রান্ত অ্যাপলের আরও একটি মামলা চলছে। অস্ট্রেলিয়ার ছোট বাজারে গ্যালাক্সি ট্যাব বিক্রি করতে না পারার ক্ষতি পুষিয়ে নেওয়া গেলেও কোনো কারণে যুক্তরাষ্ট্রের বাজারে গ্যালাক্সির বিক্রি বন্ধ হয়ে গেলে তা হবে দক্ষিণ কোরিয়াভিত্তিক এ প্রতিষ্ঠানটির জন্য বিশাল ব্যবসায়িক ধাক্কা। এ কারণে কিছুদিন আগে স্যামসাং অ্যাপলকে একটি সমঝোতার প্রস্তাবও পাঠিয়েছিল। কিন্তু অ্যাপল সেই প্রস্তাব গ্রহণ না করে মামলা লড়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে।
এ মুহূর্তে প্রয়াত প্রযুক্তিবিদ স্টিভ জবসের উদ্ভাবিত ট্যাবলেট পিসি আইপ্যাডের প্রধান বাজার প্রতিদ্বন্দ্বী স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাব। আইপ্যাডের আইওএস ওপারেটিং সিস্টেমের জায়গায় গ্যালাক্সিতে ব্যবহার হয় গুগলের অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম। কিন্তু দুটোতেই টাচস্ক্রিন প্রযুক্তি ব্যবহূত হওয়ায় অ্যাপল ও স্যামসাংয়ের মধ্যে এর পেটেন্ট নিয়ে আইনি লড়াই এখন তুঙ্গে। রয়টার্স।

No comments:

Post a Comment