মাইক্রোসফট করপোরেশনের গবেষকেরা সম্প্রতি এমন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যাতে যেকোনো তল বা পৃষ্ঠকেই (সারফেস) টাচস্ক্রিন হিসেবে ব্যবহার করা যাবে। টাচস্ক্রিনটি ব্যবহারের জন্য বিশেষ ধরনের কোনো পৃষ্ঠের প্রয়োজন পড়বে না। যেকোনো পৃষ্ঠ থেকেই এ সুবিধা নেওয়া যাবে এবং নিত্যব্যবহার্য যেকোনো কঠিন পৃষ্ঠেই টাচস্ক্রিন তৈরি করা যেতে পারে। এর নাম দেওয়া হয়েছে ‘অমনিটাচ’।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত মাইক্রোসফটের ইউজার ইন্টারফেস সফটওয়্যার অ্যান্ড টেকনোলজি (ইউআইএসটি-২০১২) সেমিনারে এ প্রযুক্তি প্রদর্শন করা হয়েছে। এ প্রযুক্তি লেজারভিত্তিক পিকো প্রজেক্টর ও ডেপথ সেন্সিং ক্যামেরা ব্যবহার করে তৈরি করা হয়েছে। ডেপথ ক্যামেরার প্রটোটাইপ তৈরি করেছে ক্যামেরা নির্মাতা ‘প্রাইম সেন্স’।
গবেষকেরা বলেছেন, প্রযুক্তিটি মাইক্রোসফটের ভবিষ্যৎ ডিভাইসগুলোয় ব্যবহার করা হবে। এ প্রযুক্তিতে বাস্তবে কোথায় স্পর্শ করা হয়েছে, তাতে কিছু যায় আসে না। এর মাধ্যমে আঙুল শনাক্ত করা হয় এবং তার নড়াচড়া লক্ষ করা হয়। —সিনেট
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত মাইক্রোসফটের ইউজার ইন্টারফেস সফটওয়্যার অ্যান্ড টেকনোলজি (ইউআইএসটি-২০১২) সেমিনারে এ প্রযুক্তি প্রদর্শন করা হয়েছে। এ প্রযুক্তি লেজারভিত্তিক পিকো প্রজেক্টর ও ডেপথ সেন্সিং ক্যামেরা ব্যবহার করে তৈরি করা হয়েছে। ডেপথ ক্যামেরার প্রটোটাইপ তৈরি করেছে ক্যামেরা নির্মাতা ‘প্রাইম সেন্স’।
গবেষকেরা বলেছেন, প্রযুক্তিটি মাইক্রোসফটের ভবিষ্যৎ ডিভাইসগুলোয় ব্যবহার করা হবে। এ প্রযুক্তিতে বাস্তবে কোথায় স্পর্শ করা হয়েছে, তাতে কিছু যায় আসে না। এর মাধ্যমে আঙুল শনাক্ত করা হয় এবং তার নড়াচড়া লক্ষ করা হয়। —সিনেট