Friday, March 2, 2012

উইন্ডোজ ৮ বেটা সংস্করণ উন্মুক্ত

আনুষ্ঠানিকভাবে উইন্ডোজ ৮-এর পরীক্ষামূলক সংস্করণ বা বেটা সংস্করণটি উন্মুক্ত করল মাইক্রোসফট। উইন্ডোজ ৭ বাজারে ছাড়ার তিন বছর পর ২৯ ফেব্রুয়ারি বুধবার বাজারে ছাড়া হয়েছে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের কনজ্যুমার প্রিভিউ।
ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ ও ট্যাবলেট প্ল্যাটফর্মের জন্য তৈরি এ অপারেটিং সিস্টেমটি স্বল্প ক্ষমতার বা কম শক্তিতে চলে এমন মাইক্রোপ্রসেসর উপযোগী। স্পেনের বার্সেলোনায় চলমান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ২৯ ফেব্রুয়ারি বুধবার উইন্ডোজ ৮ বাজারে আনার ঘোষণা দিয়েছেন উইন্ডোজ নির্বাহী কর্মকর্তা স্টিভেন সিনোফস্কি।

এআরএম প্রসেসর উপযোগী উইন্ডোজ ৮-এ যুক্ত হয়েছে নতুন ইউজার ইন্টারফেস, টাচ বা স্পর্শ প্রযুক্তি, স্কাইড্রাইভ, অ্যাপস্টোরসহ বেশকিছু নতুন ফিচার। অবশ্য এ সিস্টেমে মাইক্রোসফটের পুরোনো অ্যাপ্লিকেশনগুলোও চলবে। পাশাপাশি উইন্ডোজ ৮ অ্যান্ড্রয়েড ও অ্যাপলের জন্য তৈরি অ্যাপ্লিকেশনগুলোও সমর্থন করবে। এতে আরও থাকছে টাচ কিবোর্ড। দ্রুতগতিতে টাইপ করার সুবিধার্থে উইন্ডোজ ৮-এ যুক্ত হয়েছে একাধিক ফিচার। উইন্ডোজ ৮-এ যুক্ত হয়েছে ক্লাউড পদ্ধতিও। ক্লাউড পদ্ধতিটির নাম দেয়া হয়েছে স্কাইড্রাইভ।
মাইক্রোসফটের দীর্ঘদিনের ব্যবহূত উইন্ডোজের লোগোতে পরিবর্তন এসেছে উইন্ডোজ ৮-এর ডিসপ্লেতে। এ ছাড়া মেট্রো নামের নতুন একটি ইন্টারফেসও যুক্ত হয়েছে। মেট্রো হচ্ছে- উইন্ডোজ ৭-এ থাকা টাইলসভিত্তিক ইন্টারফেসের মত। এতে প্রথাগত অ্যাপ্লিকেশন মেন্যুর পরিবর্তে হোমস্ক্রিন থেকে অ্যাপ্লিকেশন চালানো যায়।
২০১১ সালের ১৩ সেপ্টেম্বর বিল্ড ডেভেলপার্স কনফারেন্সে উইন্ডোজ ৮ বিষয়ে তথ্য দিয়েছিলেন স্টিভেন সিনোফস্কি। সে অনুষ্ঠানে ফেব্রুয়ারিতে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের বেটা সংস্করণ বাজারে ছাড়ার তথ্য জানিয়েছিলেন তিনি।
উইন্ডোজ ৮ কনজ্যুমার প্রিভিউ-এর বেটা সংস্করণ বিনা মূল্যেই ডাউনলোড করা যাচ্ছে নিচের লিংক থেকেhttp://www.forumswindows8.com/windows-8-download/

No comments:

Post a Comment